শিরোনামে ‘যা জানা গেল’র ব্যবহারে কী জানা যায়
তথ্য যাচাইকারীদের সূত্র ধরে দেশের কয়েকটি গণমাধ্যমের অনলাইনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে তাসনিম জারার ভুয়া ছবিটি। এই সংবাদের তারা শিরোনাম দেয়, ‘তাসনিম জারার হাফপ্যান্ট পরা ছবি নিয়ে যা জানা গেল’।